Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

ফুলবাড়ী উপজেলাটি বাংলাদেশের উত্তরে এবং কুড়িগ্রাম জেলার উত্তর পূর্বে অবস্থিত। এর আয়তন ১৫৬.৪০ বর্গ কিলোমিটার। এর পূর্বে নাগেশ্বরী উপজেলা এবং পশ্চিমে লালমনিরহাট উপজেলা ও দক্ষিণে কুড়িগ্রাম জেলা এবং উত্তরে ভারতের কুচবিহার জেলা। অধুনালুপ্ত ছিটমহলগুলোর মধ্যে সবথেকে বড় দাসিয়ারছড়া (১৬৪৩.৪৪ একর) ছিটমহলটি অত্র উপজেলায় অবস্থিত। উপজেলায় বসবাসরত মোট জনসংখ্যা ১৩৭৪৬০ জন, পুরুষ- ৬৮২২০ জন, মহিলা- ৬৯২৪০ জন। উপজেলাটি ৬টি ইউনিয়নে বিভক্ত। উপজেলাটি আয়তনে ছোট হলেও ৩টি নদী এর বুক চিরে বহমান। নদীগুলো যথাক্রমে ধরলা, বানিদাহ ও নীল কুমড়। নদীবিধৌত এ উপজেলায় ছোট রড় মিলিয়ে প্রায় ১৮ টি চর রয়েছে। প্রতি বছর বন্যা ও নদীভাঙ্গনের কারনে উপজেলার মানুষগুলি দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত। দারিদ্রকবলিত হলেও এ উপজেলায় রয়েছে প্রাণিসম্পদের অপার সম্ভাবনা। এ সম্ভাবনাকে কাজে লাগিয়ে দারিদ্র জনগোষ্ঠীর ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছে প্রাণিসম্পদ বিভাগ। যার ফলশ্রুতিতে বিগত ১০ বছরে উপজেলায় দুধ, ডিম ও মাংসের উৎপাদন বেড়েছে কয়েক গুন। বর্তমানে উপজেলায় কৃত্রিম প্রজনন পয়েন্ট রয়েছে ৫ টি, যার মাধ্যমে গবাদিপশুর জাত উন্নয়নের মাধ্যমে দুধ ও মাংসের উৎপাদন বৃদ্ধি তরান্বিত হচ্ছে। বর্তমানে উপজেলায় গবাদিপশুর সংখ্যা মোট ১,৪৩,৫৬৬ টি, যার মধ্যে গরু ৭৪,৯১৩টি, মহিষ ৬৭৮টি, ছাগল ৫২,৯০৯টি,  ভেড়া ১৪,৭৫৬টি, শুকর ৩১০ টি এবং ঘোড়া ০০০ টি।
অপরদিকে মোট হাস-মুরগির সংখ্যা  মোট ৫,৪০,৫০৪ টি, যার মধ্যে  মুরগি ৪,২০,২১২টি, হাস ৯১,৩৫৫টি, টার্কি ১৭৭০ টি, কোয়েল ৮১৭৬টি, কবুতর ১৮,৯৩৩ টি, রাজহাস ২১০০টি।
বর্তমানে উপজেলায় মোট গাভির খামার রয়েছে ১০৮ টি, মোটাতাজাকরন খামার রয়েছে ২০০ টি, ছাগলের খামার রয়েছে ১০ টি, ভেড়ার খামার রয়ছে ০২ টি, ব্রয়লার মুরগির খামার রয়েছে ৬০টি, লেয়ার মুরগির খামার রয়েছে ২০ টি এবং হাসের খামার রয়েছে ১০ টি।
নতুন নতুন উদ্দোক্তা তৈরির মাধ্যমে  প্রাণিসম্পদের উৎপাদন বৃদ্ধি করে কর্মসংস্থান সৃষ্টি করতে নিরলস কাজ করে যাচ্ছে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, ফুলবাড়ী, কুড়িগ্রাম।